ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

ছেলেদের দল পাঠাতে বিওএ’র গোপন ব্যালট

এবারের এশিয়ান গেমসে শুধু নারী ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিওএ।


গতকাল মঙ্গলবার (১৬ মে) এমনটাই জানিয়েছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ছেলেদের দল পাঠাতে গোপন ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


চীনের হ্যাংজু প্রদেশে এবারের এশিয়ান গেমস আয়োজিত হবে। এই উপলক্ষে আগামীকাল আয়োজিত হবে ফান রান ইভেন্ট। সেই বিষয়েই আজ বিওএ ভবনে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছে। সংবাদ সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হন সৈয়দ শাহেদ রেজা। সেখানেই এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল পাঠানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


তিনি বলেছিলেন, বিষয়টা পক্রিয়াধীন রয়েছে। পুরুষ ফুটবল দল পাঠানোর বিষয়ে আমরা আশাবাদী। প্রথমে সিদ্ধান্ত ছিল পুরুষ ফুটবল দল যাবে। এরপর কমিটির শেষ মিটিংয়ে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল। এরপর আমরা আবার কমিটির মাধ্যমে সবার সিদ্ধান্ত জানতে চেয়েছি। এবার আমাদের সিদ্ধান্ত গোপন ব্যালটের মাধ্যমে আসছে। সকলের কাছে গোপন ব্যালট পাঠানো হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী পুরুষ ফুটবল দল যাবে।


পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন মহাসচিব। প্রত্যেকেই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

ads

Our Facebook Page